3:40 PM
0
সাধারণ বিজয় দিয়ে লেখাকে অভ্র কনভার্টার দিয়ে ইউনিকোড বাংলায় রূপান্তরিত করা যায়। .৪২ মেগাবাইটের এপ্লিকেশনটি বিনা মূল্যে পাওয়া যায়। ওয়বে বাংলা লেখা বেশ ঝামেলার ব্যাপার। যারা বিজয় দিয়ে লিখতে অভ্যস্ত তারা অভ্র দিয়ে লিখতে ঝামেলায় পড়েন। বিজয় দিয়ে ওয়ার্ডে লিখে সেভ করা ফাইলটি অভ্র কনভার্টার দিয়ে কনভার্ট করে নিলেই ঝামেলা শেষ।

0 আপনার মন্তব্য:

Post a Comment