12:14 PM
2
 আপনার একজন বন্ধু আপনার ঠিকানায় ই-মেইল পাঠালে তার ঠিকানায় যদি সাথে সাথে একটি অটোমেটিক নোটিফিকেশন চলে যায় তাহলে কেমন হয়?

ধরুন আপনি জিমেইল ব্যাবহার করেন। আপনার জিমেইল ঠিকানাটা ওপেন করুন। উপরে ডান পাশে দেখুন সেটিংস নামে একটি অপশান্স আছে। এতে ক্লিক করুন।

এবার নতুন একটা পেজ খুলবে। এ পেজে অনেক গুলো অপশন্স আছে।  নিচের দিকে আসুন দেখুন একটা অপশন্স Vacation responderএবার Vacation responder on করুন। মেসেজ বক্সে লিখুন Thank you.
We have received your mail.  অথবা আপনার পছন্দের কোন মেসেজ লিখুন। এবার একেবারে নিচে গিয়ে Save Changes ক্লিক করুন। এবার কেউ আপনার ঠিকানায় ই-মেইলপাঠালে, সে সাথে সাথে আপনার প্রদত্ত মেসেজটি পাবে।
যারা ইয়াহু ব্যাবহার করেন, তারা ই-মেইল ঠিকানাটি খুলে উপরে ডান পাশে  Options-Mail Options এ ক্লিক করুন। তার পর বাম পাশের সাইড বার থেকে অটোরিস্পন্ডারে ক্লিক করুন। এরপর উপরের মত করে কাজ করুন।

এই টিউটোরিয়ালটি কারো বুঝতে অসুবিধা হলে কমেন্টস করুন অথবা এ সাইটের সদস্য হওয়ার জন্য আবেদন করুন। 
সকলকে ধন্যবাদ।

2 আপনার মন্তব্য: