6:46 PM
0
আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড বাড়াতে পারেন যদি আপনি Microsoft windows ব্যবহার করেন। এ জন্য নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন আর দেখুন আপনার ইন্টারনেট স্পিড ২০% বেড়ে গেছে।

১। Click - Run
Type - gpedit.msc

২। group policy editor অপেন হলে-
Local Computer Policy --> Computer Configuration --> Administrative Templates --> Network --> QOS Packet Scheduler --> Limit Reservable Bandwidth

৩। Double click on Limit Reservable bandwidth.
এবার সিলেক্ট করুন ENABLE reservable bandwidth, তার পর ০ (শূন্য) বসিয়ে ওকে করুন। তাহলে আপনার কম্পিউটারে আরো ২০% স্পিড বেড়ে যাবে।

0 আপনার মন্তব্য:

Post a Comment