2:27 AM
0
উত্তরপূর্ব ভারতের আসামে বাংলাকে দ্বিতীয় রাজ্য ভাষা করার দাবীতে বাঙ্গালীদের বিক্ষোভে গুলি হয়েছিলো ১৯৬১ সালের উনিশে মে৻ শিলচর শহরে মারা গিয়েছিলেন ১১ জন নারী পুরুষ৻
আগামী বছর সেই ভাষা আন্দোলনের ৫০ বছর পূর্ন হবে৻ সেই সুবর্ণ জয়ন্তি উদযাপনে বরাক উপত্যকার তিন জেলা – কাছাড়, হাইলাকান্দি আর করিমগঞ্জে ১৯শে মে বুধবার থেকে শুরু হয়েছে বছর জুড়ে নানা অনুষ্ঠানমালা৻
প্রথমে ভোরে শহীদ বেদীতে ফুল দেওয়া, তারপর গান, নাটক, কবিতা, বক্তৃতা, উনিশের পদক দেওয়াসহ নানা অনুষ্ঠান৻ অর্ধেক দিন সরকারী ছুটি ছিলো বাঙালী অধ্যুষিত তিন জেলায়৻
ভোর থেকেই শিলচর শহরে ছিলো অঝোরে বৃষ্টি৻ তবে সেই বৃষ্টি উপেক্ষা করেই শিশু থেকে বৃদ্ধ বহু মানুষ হাজির হয়েছিলেন শিলচর স্টেশনে যেখানে ১৯৬১ সালের ১৯শে মে ১১ জন ভাষা আন্দোলনকারী প্রাণ দিয়েছিলেন পুলিশের গুলিতে৻
shilchar_shaheed_minar
শিলচরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
এগারোটি শহীদ-বেদীতে ফুল দিয়েই শুরু হয় শহীদ দিবস পালন৻ সঙ্গে চলছিল কখনও গান, কখনও স্লোগান৻
শিলচর স্টেশনে শহীদ বেদীতে ফুল দিতে এসেছিলেন চামেলি কর৻ ৬১ সালের ১৯ শে মে তিনিও হাজার হাজার মানুষের সঙ্গে এখানে এসেছিলেন বাংলা ভাষার অধিকার আদায়ের আন্দোলনে৻ তারপর থেকে প্রতি বছরই এই দিনে আসেন স্টেশনে৻ তিনি বলছিলেন “উনিশে এখানে এলেই মনে পড়ে সেদিনের কথা৻ চোখের সামনে ভেসে ওঠে পুলিশের লাঠি, গ্যাস, গুলির ছবি৻ চারদিকে দৌড়োদৌড়ি.. চিৎকার৻“
সূত্র: বিবিসি বাংলা।

0 আপনার মন্তব্য:

Post a Comment