10:57 PM
2
বাংলদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের তথ্য প্রযুক্তি খাত একও অনেক পিছিয়ে আছে। অতি পুরাতন আমলাদের দিয়ে দেশটি পরিচালিত হয়, যারা তথ্য প্রযুক্তি বিষয়ে তেমন কোন জ্ঞান রখেন না। আমলাদের এ ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য ব্যাপক আলোচনা দরকার। যারা এ সেক্টরে কাজ করছেন বিশেষ করে তাদের আলোচনায় অংশগ্রহন করতে হরে। ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক লেখালেখি দরকার। আগামী ২০১০ সালের বাজেটে এ খাতের জন্য একটা স্পেশাল বরাদ্ধ রাখার প্রয়োজন অছে কি? সরকার যদি ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় তাহলে এ বাজেটা কেমন হওয়া উচিত বলে মনে করেন? সকলের মতামাত চাই।

2 আপনার মন্তব্য:

  1. কম্পিউটার যন্ত্রাংশের উপর থেকে সকল কর প্রত্যাহার করতে হবে।

    ReplyDelete
  2. মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হোক।

    ReplyDelete