5:17 PM
1
আমরা অনেকেই ব্লগ লিখি। বিশেষ করে ব্লগার বা ওয়ার্ডপ্রেসে অনেকেরই ব্লগ রয়েছে। আবার অনেকের ওয়েব সাইট রয়েছে এবং প্রতিদিন এই সকল সাইটে হাজার হাজার ভিজিটর আসে। অথচ ব্লগ বা সাইটের মালিক এ থেকে এমন একটা লাভবান হন না। যারা গুগল এডসেন্স বা এডব্রাইট ব্যবহার করে তারা হয়তো কিছুটা লাভবান হয় তাও আবার ক্লিক না হলে পাওয়া যায় না। এমন কিছু সাইট আছে যারা আপনার সাইটে ভিজিটর আসলেই আপনাকে টাকা দিবে। আবার কোন কোন সাইট তাদের প্রচারের জন্য রেফারেল লিংক প্রচারের মাধ্যমেও আপনাকে টাকা দেয়। নেট থেকে আয়ের জন্য অনেক ধৈয্য ধরতে হয়। এ ধৈয্য না থাকার কারনে বেশীর ভাগই বঞ্চিত হন।
আমি মনে করি যারা ব্লগ বা ওয়েব সাইটের ইমপ্রেশনের মাধ্যমে কিছু কিছু আয়ক করতে চান তারা এই সাইটে রেজিষ্ট্রার করে এডকোড ব্যবহার করে আয় করতে পারেন।
আবার যারা রেফারেলের মাধ্যমে আয় করতে চান তার এখানে রেজিষ্ট্রার করতে পারেন। এবং আপনার সাইটে তাদের রেফারেল লিংক প্রকাশ করে অথবা অন্যদেরকে রেফার করে আয় করতে পারে।

1 আপনার মন্তব্য:

  1. উপকারী পোস্ট ,চালিয়ে যান ভাই।

    ReplyDelete